আবেগ
- উত্তম চক্রবর্তী ১৯-০৪-২০২৪

এ কেমন শক্তি তার
দাপিয়ে বেড়ায়,
পরোয়া করে না কারো
চতুর্দিকে খায়।

প্রাণের বিনাশ হায়
দিকে দিকে আজ,
সকরুণ আত্মা শুধু
বিষাদের সাজ।

যান্ত্রিক পৃথিবী আজ
হতাশায় শেষ,
পায় না নাগাল তার
উপায়ের লেশ!

বিজ্ঞানের জয়যাত্রা
কী হবে এ সবে?
স্থবির দুনিয়া কার
নিমিষেই তবে!

সব খেলা খেলে যদি
মনুষ্য বিবেক,
তবু অসহায় কোথা
প্রাণের আবেগ!

তাং- ২৮/০৩/২০২৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৩-২০২০ ০০:১১ মিঃ

Excellent