একাকীত্ব
- উত্তম চক্রবর্তী ১৯-০৪-২০২৪

দলিত পৃথিবী আজ নির্বাক-ধূসর,
বুকে এর ছাই চাপা ক্লিষ্ট নিরন্তর।
এপার-ওপার ভাঙ্গে সোনালী সে দিন,
মূর্ত গাঁথা মালা কারা ছিঁড়ে প্রতিদিন?
যুগ-যুগান্তর ধরে গ্রথিত প্রাসাদ,
অতল প্রমাদে পড়ে মাতে কার সাথ?
ছিন্নমূল করে যায় বিগত ভাণ্ডার,
এ কোন শোধের প্রথা বৈরী ভাব তার?
সঙ্গবিমুখ- এ যদি হয় প্রতিশোধ,
বিশ্ব জগৎ স্ফুরিতে হবে কার বোধ?
শ্রেষ্ঠাংশ সূচনা যার এ গ্রহের তরে,
মানব কল্যাণে কেন মারণাস্ত্র ধরে?
নিঃসঙ্গ করো না ভাগ্য হে মোর বিধান!
ফিরে নাও একাকিত্ব- দয়ার নিধান।
তাং- ১৭/০৫/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০৫-২০২০ ০৪:৫৬ মিঃ

অপরিসীম ভালো লাগলো।