সুপ্ত বচন
- উত্তম চক্রবর্তী ২০-০৪-২০২৪

মন টিকে না বদ্ধ ঘরে
এবার ছুটি দাও না ওরে
শ্বেত পদ্ম ফুটলো বলে চাঁদবদনি প্রহর গোনে।
তপ্ত অর্ক পাইনি দেখা
শূন্য ঘরে বড়ই একা
কুমুদ বনে গল্প গুজব সূর্য স্নানে স্বপ্ন বোনে।

সুখ পাখিটা মর্মাহত
ফেরারি মন ক্ষুণ্ণ রত
মুক্তি লাভে আশার বাণী খোঁজে যতো অলি-গলি!
রাজা-প্রজা যায়নি দেখা
নিরাপদে সীমারেখা
সুপ্ত বচন হয়নি বলা মৌনতা আজ রুখে চলি!

আর থেকো না অভ্যন্তরে
গগন তলে মুক্তো ঝরে
দেখবে এসো শপথ নিয়ে কৃতাঞ্জলি দাহ্য গুণে।
সাবিত্রীরও সাহস ছিল
যমরাজের সে পিছু নিল
সত্যবানকে ফিরিয়ে আনে পতিব্ৰতার সর্বগুণে!

তাং- ১৯/০৫/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৫-২০২০ ০৩:২৯ মিঃ

অনন্য