ত্রিকালদর্শী
- উত্তম চক্রবর্তী ২৪-০৪-২০২৪

তীরে এসে তরী ডুবে বলে;
মীমাংসা নির্ণয় হয়
স্রষ্টার অমোঘ বার্তা নিয়ে!

দিবালোকের অমিয় বাণী ধরে
পরমাত্মার মহত্ত্বে- যাঁর আগমন...
জননীর মায়া ভরা আদর-সম্মান
কতো জনকের সুখ আসে
শান্তির আশ্রয় ঘিরে !

অগণিত আধ্যাত্মিক শক্তির আধার,
যিনি এ ধরায়- জাতিস্মর;
অন্যের অন্তরিন্দ্ৰিয় ভাব
অবলীলায় জানেন!
অপরের পীড়া স্বীয় দেহে এনে
রোগীকে রোগমুক্তির আনন্দে মাতান!

প্রহরের দিন-ক্ষণ দেখে
অনন্তলোকে যাত্রার কথা
তিনিই ভাবতে পারে, যিনি ত্রিকালদর্শী জনক...

এমন অমৃত বাণী কার আছে!
"বাক্যবাণ, বন্ধুবিচ্ছেদবাণ, বিত্তবিচ্ছেদবাণ;
এ তিন বাণকে সহ্য করতে পারলে
মৃত্যুকেও হটিয়ে দেওয়া যায়"

শূন্য থেকে একশত ষাট
মহান পুণ্যতা বয়ে আনে মর্ত্যলোকে...

তাং- ০২/০৬/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৬-২০২০ ২২:১৭ মিঃ

মনোহর  লেখনী