মনে পড়ে তোমায়
- উত্তম চক্রবর্তী ২০-০৪-২০২৪

যখন তোমাকে ছোঁব বলে ভাবি
বিকর্ষণ বল তাড়া করে,
সাম্যের প্রতীক আজ অনশনে
দুর-দুর করে তাড়িয়ে বেড়ায়!

এই ঘন বরষায় বেশ মনে পড়ে,
দোটানা খেলায় যেন তোমাকে আবার না হারায়।
চারদিকে ঘোর অমানিশা
ভয়- কখন কী অনিয়ম বেঁধে দেয়!

এক এক করে সব নতুন নতুন খেলা শুরু,
অজানাই- বড় শংকা হয়!
কারা কী চায়? বুঝতে পারা মুশকিল,
আমি ভাবি একা ঘরে...

পশ্চিমা ডুবুরি বহু প্রমোদে উন্মত্ত,
এবার পুবের খেলা ভাবিয়ে মারবে!
শক্তির প্রমত্ত দেখাবে বিশ্বকে,
ততক্ষণে আমরা টিকলেই হয়...

তবু আশাবাদী- নৈরাজ্যের স্নায়ুযুদ্ধে
প্রান্তিক ভাবুক অপেক্ষায়,
আবার সাম্যের গানে হিসেব-নিকেশ
সব ব্যবধান পেরিয়ে তোমার জন্য...

তাং- ০৬/০৬/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৬-২০২০ ০০:২৯ মিঃ

অত্যন্ত মুগ্ধকর।