স্বাধীনতা মানে সবাই সমান
- সঞ্জয় শর্মা - স্বপ্ন সাম্য ১৪-০৫-২০২৪

এখনো মানুষ দিনের শেষে
ভিক্ষার ঝুলি জড়িয়ে ধরে
ঘুমায় কোনো রাস্তার ধারে
অথবা সিঁড়ির নিচে,
স্বাধীন দেশে !


ঘুমায় মানুষ
কুকুরের পাশে,
মানুষ হয়েও
মানুষ নয় সে,
অমানবিকতার ছায়াতলে
স্বাধীন দেশে !


হাজারো মানুষ খোঁজে অন্ন,
একা যে অন্ন নর্দমায় পালায়
পুঁজিবাদী প্রথায়
দানবীর কোনো মহামান্য ।


পুতুলের গায়ে স্বর্ণালঙ্কার,
মহামূল্যবান বস্ত্রে সাজানো
সারি সারি পুতুল
চেয়ে আছে হেসে হেসে,
জীবন্ত প্রাণ তাকিয়ে আছে
জীর্ণ বস্ত্রে অনাহারে,
স্বাধীন দেশে !


মানবতা এখন মুখস্থ কথা
শিক্ষা নিয়ে হচ্ছে ব্যবসা
টাকা যার, তার চিকিৎসা
উন্নয়নের মহাসড়কে,
স্বাধীন দেশে !
আছি আমরা
স্বাধীন দেশে !!



(15-03-17 Wednesday)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Sonjoy_Sharma
১৯-০৬-২০২০ ০৮:৫৩ মিঃ

ধন্যবাদ প্রিয় কবি
অনুপ্রেরণা পেলাম ।

ভালো থাকবেন সুস্থ থাকবেন
শুভ কামনা রইলো ।

M2_mohi
১৯-০৬-২০২০ ০০:০৫ মিঃ

অসাধারণ উপস্থাপন ।