কালো রঙ
- মাকসুদ মেহেদী ১৪-০৫-২০২৪

একবার বকুল,কোকিল, শালুক লতা মিশিয়ে,
কালো রং বানানোর চেষ্টায়,
ব্যকরণ ভুলে গিয়েছিলাম নমুনার।
অথচ লোভে কিম্ভূতকিমাকার মুখোশটা,
চকচক করে জোৎস্নার ঝলকানিতে।
আর আমি অহেতুক লাইনে দাঁড়িয়ে বর্ণ জমাই,
অ থেকে অকেজো পর্যন্ত।
এ শহরে রং অদ্ভুত ব্যাপার,
থাকা উচিত নয় কোনক্রমে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।