আমি তোমায় নিয়ে
- আইনুল হক ১৪-০৫-২০২৪

আমি তোমায় নিয়ে
কত গান লিখেছি
সেই গানের শিরোনাম শুধু হতাশা
সেখানেতে নেই কোন লালসা
সাজানো তার অঙ্গে মরণ প্রত্যাশা
আমি তোমায় নিয়ে

যত দিতে চাই বন্ধন
সেথা ভালোবাসা নেই
আছে শোকের বসন
আমার প্রশ্নে কোন আপোষ নেই
সে চোখে নেই কোন জিজ্ঞাসা
আমি তোমায় নিয়ে

চারিদিকে হতাশার ক্রন্দন
আশার আলো নেই
নেই জীবনের স্পন্দন
থামেনা কেউ অকারণ
আমার এ রাজ্যে
কোন আশা নেই
আছে সীমাহীন দুর্দশা
আমি তোমায় নিয়ে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।