ইনকিলাব জিন্দাবাদ
- যুবক অনার্য
ওরা ওরা এবং ওরা
রাজপথে
এ দেশ স্বাধীন করতে চেয়ে
শহিদ
আর
গাজী হলো
অত:পর
ফেরাউন এন্ড গং-এর পতন
ফেরাউন এন্ড গং পালিয়ে গেলো
ওরা ওরা এবং ওরা এখনো রাজপথে
এখনো লড়াই এখনো ইনকিলাব
এখনো কে বা কাহারা
এখনো সে বা তাহারা
গোপনে ও প্রকাশ্য তরিকায়
মাটি ধরে হ্যাঁচকা টানের করছে পায়তারা
রাজপথের কসম
খুন হতে হতে খুনি হবো
তবু জুলাই দিবো না
তবু বাংলাদেশ দিবো না
২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।