যদি আর ফিরে না আসো
- ~নীল নক্ষত্র ১৮-০৫-২০২৪

যদি আর ফিরে না আসো,
তবে কষ্ট নিয়ে বেশ সুখে থাকা যায়
তখন কষ্ট হয়ত সার হবে জীবনের
অথবা বেঁচে থাকার অবলম্বন।
ফিরে এলে কষ্ট হয় জমের,
ফিরে আসা মানে তো,
জলন্ত উনুনে
বিরতিতে তুস ছিঁটানো
প্যাথেটিক মৃত্যুর নিশ্চয়তা প্রেমের।
ফিরে আসা মানে তো,
মন খারাপ তোমার আমার
ফিরে আসা মানে তো,
অহরহ কালবৈশাখি ঝড়
ফিরে আসা মানে তো,
বিশ্বযুদ্ধের পুনারাবৃতি আবার
ফিরে আসা মানে তো
ভালবাসার সাড়ে তিন হাত ঘর।
যদি আর ফিরে না আসো,
তবে কষ্ট নিয়ে বেশ সুখে থাকা যায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।