যেতে যেতে
- রফিক হাসান ১৩-০৫-২০২৪

জেনে গেছো কেউ নেই
অপেক্ষারা শুধু জেগে আছে।

মুখর এ বর্ষাদিনে
রোদ উঠেছে কার উঠোনে?
যাবে তার কাছে?

গলাবন্ধ উঁচু কলার পরেছে কার
হলুদ বিকাল?
কে ছুঁয়ে যায় মেঘ-ছায়ায় বুকখোলা মাঠ
তপ্তদিনে?

জেনে গেছো
পালক ঝরার স্মৃতি কে রেখেছে মনে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।