____✍ পিপীলিকা ✍______
- মনিরুজ্জামান জীবন ১৩-০৫-২০২৪

পিপীলিকা পড়লো পাখা নিয়ে বিপদে,
কী করে যে পাখা নিয়ে, লাদে হেথা সেথায়।
ঝাঁপ দিমু এতে ভাবে আগুনটা দেখে,
গায়ে যদি লাগে হিট বাপরে ওরে বাপ।
মেধাহীন বাকোয়াজ ম্যাৎকার ল্যাদানো,
নেশা ছিল তাদের গিলে, খেয়েছে লাজ।
বানানো কাহিনীটা, নেই ধারাবাহিকতা
ভ্যা ভ্যা খাপ ছাড়া, বলে যে কত কথা।
পাবলিক ভাবে বুঝি, ঘাস খায় সকলেই,
এখানে সেখানে বুঝালে, হবে তাতেই যে কাজ।
বাকীগুলো ভ্যাভালেই, একজন কোরাসে,
খেলে ধরা ভাগে চুপে, ম্যাংগো হাসে পিপোলে।

রচনাকাল/ ১১/৪/২০১৬ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।