শপথ ভঙ্গ
- আবদুল্লা আল ফয়সাল - শপথ ভঙ্গ

স্কুলের বেঞ্চে বসে শিক্ষাগুরুর কাছে করেছিলাম শপথ,
দেশের তরে জীবন রাখিব বাজি আসুক যত বিপদ।

সংসারের ভার, ভাত-কাপড় যোগাড়, পিতার মুখ আঁধারকালো,
শপথ নিলাম পিতা, যত আসুক বাধা, রাখিব তোমায় ভালো।

যৌবনকালে প্রেম উঁকি দিলে স্বপ্নের জাল বুনি,
জনম-জনম পাশে থাকিব প্রিয় এই শপথ করি।

সন্দ্বীপের মায়া ছেড়ে, শহরের ইট-পাথরে, সুখ খুঁজে ফিরি,
তিন শপথ করিতে পুরণ অফিস-আদালতে ঘুরি।

কর দিলাম ফাঁকি, কুলির মজুরী বাকি,কর্তার আনুগত্য করি,
দেশের শপথ ভুলে, পিতার শপথ বুকে তুলে, দিন-রাত মরি।

মায়ের কাছে শপথ করিলাম, প্রেমিকারে যাবো ভুলে,
প্রেমিকার কাছে শপথ করিলাম, মিলনে মজিবো তোর তরে।

প্রেমিকার শপথ স্বামীর তরে, মন-দেহ তোর সবি,
স্বামীর শপথ, হাশরের দিনে থাকিবে মোর দাবি।

আষাঢ়ের রাতে, প্রেম জয়ের পথে, একি সুখের ঢল!
আমি যখন গভীর সমুদ্রে, প্রেমিকার চোখে জল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৪-০৯-২০১৮ ১০:৩৩ মিঃ

আষাঢ়ের রাতে, প্রেম জয়ের পথে, একি সুখের ঢল!
আমি যখন গভীর সমুদ্রে, প্রেমিকার চোখে জল।

২৮-০৫-২০১৬ ০৯:১০ মিঃ

কর দিলাম ফাঁকি, কুলির মজুরী বাকি,কর্তার আনুগত্য করি,
দেশের শপথ ভুলে, পিতার শপথ বুকে তুলে, দিন-রাত মরি।