"ঘুমের শহর"
- আবদুল্লা আল ফয়সাল - "ঘুমের শহর"
তোমায় খুঁজতে গিয়ে আমি হারিয়ে ছিলাম
প্রেমহীন এক ঘুমের শহরে।
সাদা মেঘের ভাজে আমি ভাসছিলাম,
কুমারীদের কান্ড দেখে হাসছিলাম!
এখানে কর্মচাঞ্চল্য নেই,
ট্রাফিক জ্যাম নেই,
পতিতাদের হাট নেই,
কুকুরগুলোর আশ্বিনের চেতনা নেই,
পত্রিকার পাতায় ধর্ষণের খবর নেই।
নিস্তব্দতা নেমেছে এই শহরে,
কবিরা কাব্য করছে ঘুমের ঘোরে ।
রাজা ঘুমিয়ে পড়েছে সিংহাসনে,
রানাী সেজে বসে আছে অন্দরমহলে,
তার ঠোঁট ভিজেনি বহুকাল ধরে,
বহুকাল হয়নি তার মধ্যরাতের স্নান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৮-০৫-২০১৬ ০৯:২১ মিঃ
এখানে কর্মচাঞ্চল্য নেই,
ট্রাফিক জ্যাম নেই,
পতিতাদের হাট নেই,
কুকুরগুলোর আশ্বিনের চেতনা নেই,
পত্রিকার পাতায় ধর্ষণের খবর নেই।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।