" জেগে উঠো যুবক"
- আবদুল্লা আল ফয়সাল

তিমির রাত্রি, চারিদিকে অন্ধকার,
অদুরে কুকুরের কুৎসিত চিংকার।
রাইফেল-বুলেটের শব্দ, আকাশ বাতাস স্তব্দ,
ভয়ে কাঁদে শিশু-বৃৃদ্ধা নারী,
যুবকের দল, কোথায় আছিস বল?
দেখা তোর সাহসের বাহাদুরী।

মুসলিম যাবে মসজিদে, হিন্দু যাক মন্দিরে,
তবে কেন মুর্খ মানব, তর্কের খাতায় বন্দিরে।
কেন তবে ধর্মের নামে অর্ধমের হয় চর্চা?
যুবকের দল, ভেঙ্গে দাও ভুল, জান যাবে না হয় গচ্ছা।

পিতা কয় ডাক্তার হও, মেয়ে আাঁকে ছবি,
মায়ের স্বপ্ন উকিল হবে, ছেলে নাকি মহাকবি!
তবে কোথায় মোদের লক্ষ মুজিব?
কোথায় জিয়ার সৈনিক।
কোথায় মোদের আগামী নেতা?
মোরা নাকি দেশপ্রেমিক!

চোরের হাতে শেয়ার বাজার, খুনি নেতার আসনে,
মিছিলে মিছিলে চলে গোলাগুলি, দেশ যাচ্ছে রসাতলে!

খুনি-ধর্ষকের হয়না বিচার, মামলা চলে যুগে যুগে,
জেগে উঠো যুবক! হও কান্ডারী, থেকো না ঘুমের ঘোরে।

বিশ্বের বুকে উড়াও তোমরা বিজয়ের পতাকা,
তোমাদের চোখে মুক্তি দেখেছে লক্ষ কোটি জনতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 12টি মন্তব্য এসেছে।

২০-০৯-২০১৮ ২৩:১২ মিঃ

সত্যি অসাধরণ

১১-০৮-২০১৬ ১১:৪৬ মিঃ

মুসলিম যাবে মসজিদে, হিন্দু যাক মন্দিরে,
তবে কেন মুর্খ মানব, তর্কের খাতায় বন্দিরে।
কেন তবে ধর্মের নামে অর্ধমের হয় চর্চা?
যুবকের দল, ভেঙ্গে দাও ভুল, জান যাবে না হয় গচ্ছা।
---অসাধারণ !!

২৮-০৫-২০১৬ ০৯:২০ মিঃ

অনেক ধন্যবাদ কবি মুন্না খান মতিউর

২৮-০৫-২০১৬ ০৯:২০ মিঃ

অনেক ধন্যবাদ কবি ফয়জুল মহী

২৪-০৫-২০১৬ ১২:০৮ মিঃ

অনেক সুন্দর

২৪-০৫-২০১৬ ১২:০৮ মিঃ

অনেক সুন্দর

২২-০৫-২০১৬ ২০:২২ মিঃ

নাড়ির স্পন্দন ধরা লেখা

২২-০৫-২০১৬ ০৯:১৪ মিঃ

অনেক ধন্যবাদ কবি মোঃ হুমায়ুন কবির

২২-০৫-২০১৬ ০৯:১৪ মিঃ

অনেক ধন্যবাদ কবি সাজেদুল ইসলাম মোল্লা

২১-০৫-২০১৬ ১৯:১৮ মিঃ

অসাধারন

২১-০৫-২০১৬ ১৮:৩৪ মিঃ

https://www.facebook.com/foisalpantax

২১-০৫-২০১৬ ১৮:২৩ মিঃ

awesome