মেঘ বালিকা
- আবদুল্লা আল ফয়সাল - মেঘবালিকার প্রেম
মেঘ বালিকা আকাশ দেখছে!
আকাশেই তো তার বসবাস।
আমার কি ভাগ্য বলো-
তোমার কথা বলতে বলতে
তোমার দেখা পেয়ে গেলাম।
কেমন আছো তুমি?
আচ্ছা, আমি কি তোকে আপনি করে বলবো?
মেঘবালিকা মৃদু হাসল। অত:পর বলল-মাজে মাজে কাউকে
ভালবাসতে ইচ্ছে করেনা।
আমি বললাম, তবে বেসোনা, তোমাকে যারা ভালবাসে তাদের ভালবাসা অনুভব করো।
মেঘবালিকা বলল, তবে তাই হোক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।