সব হারায় দশকের মত করে
- আরিফুল হক - অপ্রকাশিত

আজ অপরাহ্ন থেকে সব আলোর কালোতে বিলীন হবার সময়!
জিঘাংসার শুরু এখানেই,ভালবাসার তিক্ততা!
কদাকার মিছিলের মাঝে মানবজন্ম হোক সার্থক!
একেকটা দশক যেন ঘোমটা দেয়া বিধবার মত,
বুকের ভেতরে রক্তস্রোতে লাশের আনাগোনা!
আমি পালিয়ে গিয়েছিলাম, লুকিয়ে ছিলাম তোমাদের মাঝে,
হঠাত প্রকাশ- ভেতরের পিশাচ চিৎকার করে কাঁদে!
ঘুমের ঘোরে – স্বপ্নের ভেতরে স্বপ্নের অলিগলি হাতরে ফিরেছি,
ডুকরে ওঠে স্বপ্নের নবজাতক!
ভাঙ্গা দেয়াল জুড়ে নতুন বটপাতার উল্লাস- সেখানেও কেমন
দশ দশকের কান্না, পাঁজরা বের হওয়া দালানের হামাগুড়ি!
শুড়িখানায় আবারো অট্টহাসি, মাতালের দল আবারো মাতাল হয়,
আজ বিকেল থেকেই আঁধার নামা শুরু!
দশকগুলো বিধবার সংসার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।