চাইনা কিছুই, শুধু মুক্তি
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি মুক্তি চাই, আলোর মত, সময় যাকে ধরেনা!
আমি দৌড়ুতে চাই, সে যাক থমকে!
চমকে চমকে উঠি আহারে! কেউ ফেরেনি আমার দুয়ারে!
আমি ফুরাতে চাইনা, প্রহরের মত, স্তব্ধ নির্বাক-
তবু কত কথা গুনগুন করে, শনশন হাওয়ায়!
বাইরে ঝড়োবাতাস! আরশি ভাঙ্গা জানালা,
আমি জড়াতে চাই, লতার মত, হতে পরজীবী!
গাছের শরীর কেঁদেছে আমায় ভুলে! চোখ ভেসে যায় জলে!
আমায় ছেড়ে দাও! আমি চাইনা হতে কপট!
বুকের কপাট বন্ধ চিরকাল, বাহাসের আকাল!
কথা হয় ভুল পথে, ভেঙ্গে যাওয়া শপথে!
আমি মুক্তি চাই! বেলা অনেক হলো, জীবন কি ফুরালো?
আমাকে তেড়েফুঁড়ে উঠে যেতে দাও, উন্মুক্ত আকাশে,
বাধাহীন বাতাসে, দোর্দন্ড জলোচ্ছ্বাসে,
অথবা আমায় করে ফেলো খুন –
অন্যায় ভালোবেসে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।