আকাশের মত হই?
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি ঠিক যতখানি এগিয়ে যাবো,
ততখানিই সরে যাবে আকাশ!
আবারো দূরে দিগন্তে তার প্রতিভাস, স্বাচ্ছন্দে সে দূরেই থাকে!
আমি চমকে চাই আমার দিকে-
ভেতরেও বিস্তৃত এক সীমাহীন ব্যথা দৈবপাকে-
ঘুরছে ইচ্ছে মত!
-আকাশেরও যেমন হতো!-
আমার ইচ্ছেরা যেন মহাদেব,মহাকাশের শেষ সীমানায়
মগ্ন নিজের তান্ডব নাচে!
অদ্ভুত সাজে ছড়িয়ে দিয়েছি আমার আকাঙ্ক্ষার বহুরূপী
বসন্তগুলোকে, ভুলোকে!
নাভিকুন্ডে জেগে ওঠা শারীরিক বিষের দহন,
আমাকে করেছে বিদীর্ন একাকী, আমি নিজের অবসরেই -
তপ্ত রিপুর বালিতে যাই পুড়ে!
-অথচ আমারো ইচ্ছে করে আকাশের মত হতে!
কেউ কোনদিন পারবেনা আমায় ছুঁতে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।