একবার
- আরিফুল হক - অপ্রকাশিত
স্বাতী,
একবার তুই বল, শধু একবার-
শহরের দেয়াল জুড়ে থাকবে শুধু কবিতার পংতি!
রাজনৈতিক ভাষার হয়ে যাবে ছুটি!
একবার তুই বল, একবার –
যে কথা শুনতে ভালবাসি বারবার!
একবার বললেই, নগরের সবগুলো ল্যাম্পপোস্টে
ঝুলিয়ে দেবো দোলনচাঁপার তোড়া!
একবার ছুঁয়ে দিলেই,
সমগ্র রাজপথ মাড়িয়ে যাবো, এমনি পাগলপারা!
একবার বল, শুধু একবার-
-আজ তোমাকে আমার দরকার!-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।