তুই
- আরিফুল হক - অপ্রকাশিত
দেখেছিস আমার ভেতরে বন্ধু, আগুন নেই, কয়লা কালো
অহংকার! ধুয়ে দিতে পারিস যদি জ্বালতে পারিস আলো!
আমিও বেসেছিলাম বড় ভালো! তোর নির্বাক কৌতুক!
তোর চোখের অলিগলি একেবারেই অজানা, অথচ চৌম্বুক
টানে- বয়ে গেছি আমি ;
লুটিয়ে আ-ভূমি –
জানিস তুই! আমাদের যেতে নেই তুর পাহাড়ের গোড়ায়,
চোখে তোর জন্মের সুরমা এমনি সাজে, দীপ্তি কেমন ছড়ায়!
ছুঁয়ে যাস আমার ভেতরের পশু, স্পর্শে হয় মানব,
মানবী তুই, আকুলি বিকুলি করে জন্মের প্রনব!
ফিরেছিস তুই, সুহৃদ আমার! তোর ভেতরেই নবজন্ম
হাত ছুঁয়ে তুই কানে কানে বলিস আমাদের নেই প্রজন্ম!
আমাদের নেই সময়, থম ধরে এক বিশাল প্রহর এমনি রয়
সবশেষে তোর মুখ চেয়ে বলি, কি করে এমন হয়??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।