ভাঙ্গা জলসা
- আরিফুল হক - অপ্রকাশিত

আমাদের এদিকে বিকেল বেলায় কিন্তু জলসা বসেছে!
তোমার প্রিয় দাঁতরাঙ্গা ফুলের বুনো গন্ধ আর বেগুনী রঙের হাসি
মরা গোধূলিটা কেন যে লাগে বাসি!
আজ অন্তত চোখ মেলো! পাহাড়ী হাতির দল কচি বাঁশপাতা চিবুতে চিবুতে
আপাত করুন চোখে দেখে গেলো আমাদের,
সন্ধ্যা নামে! আকাশে আজ চাঁদ উঠবে উঠবে বলেও ওঠেনি, অথচ-
আজ অমাবশ্যাও ছিলো! ছিলো কি?
-কি জানি হয় ধরে ফেলেছিলো-
তোমার মৌন বিরাগ! এভাবেই আমায় শুনিয়েছিলে বেহাগ!
আরাকানের হতচ্ছাড়াদের দল মুখ থুবড়ে মরেছে!
কারা যেন -
মারনাস্ত্রের বুলি ছুটিয়েছিলো তাদের বুকে!
তুমিও তাই! কেঁদেছিলে ! আমার সাহস হয়নি বুক পেতে দেবার!
ওধারে শঙ্খচূড়ের যুগল মত্ত বংশধরের কামনায়!
কারা যেন এসে জলসা ভেঙ্গে দিয়ে গেছে এখন!
-তোমাকে কান্নারও দেয়নি সুযোগ!-
ভোগের মেলায় আমাদের দিয়েছে বলি! আমি এক হাড়কাটের
নধর পাঁঠা! -
আমার রক্তে হয়েছিলো দেয়াল সাঁটা!
আমাদের আর ভালবাসা হয়নি! হবেওনা,
-ময়াল সাপের মত ক্রূর চোখে-
আমাদের গিলে খেয়েছিলো ইতিহাস! ভবিষ্যতের ইতিহাস!
আমাদের জলসার নেই অবকাশ!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।