ভাগাড়ের গান
- আরিফুল হক - অপ্রকাশিত
তুমি কথা বলেছো যুগের পর যুগ, অন্ধকার ঘরে বসে,
একাকী অথবা দুই একজন সুহৃদ তোমার বসেছিল পায়ের পাদদেশে!
অহংকারী চাউনিতে তুমি পুড়িয়েছো আমাদের ঘর-দুয়ার!
আজ আমাদের সামনে তৈরী নির্দ্বিধার কুলক্ষুণে গড়া খোঁয়াড়!
খোঁয়াড় -সেতো শুকরেরও থাকে! আমিও নাহয়...
শূকরের মত নোংরা ঘেটে ফিরবো, তোমার জন্যে, তোমার উন্নতিই সহায়!
যাক ধরে নিলাম নিজেদের নোংরাখেকো শুকর...
তুমি নাকি দিয়েছো আমায় অশেষ! আহা কি করে ভুলি!
এইতো প্রায়দিনই তোমার বুলিতে কিছু শূকরের হোল বলি!
তুমি তো দেখেও দেখোনি! বরং আটকে দিয়েছো নদী! বাড়িয়েছো দাম
কিছুই হয়না তোমার, উন্নাসিক নাকে জেগেই থাকে অহম!
কিন্তু কতদিন?
আর কতদিন তুমি ভেজানো দরজা হুড়কো তুলে দেবে আটকে!
আমাদের চেনোনি জানি, চেনোনি, অনেক রক্ত পড়েছে ছলকে!
আমি চাই- আমরা চাই-
আমাদের নদী, আমাদের ফসল এর উপর তোমার হাত তুমি সরাও
এ কেমন কথা! আজকে গলা শুকিয়ে মরি, কালকে বানে ভাসাও!
আমি নেবোই-
ছিনিয়ে আমার বোরো ধানের শীষ, যতই তুমি ধুয়ে দিতে চাও!
আমার বাড়ির উঠোনে সোনালী রঙের আশ ঠিকি জ্বলবে, দেখনিও তাও!
আমি ঠেকাবোই-
তোমার তথাকথিত “বাই লেটরাট” বীজানু মাখা ফাঁকাবুলি!
আমার ভুমিতে আ-ভুমি লুটিয়ে তোমার আশা চুমু খেয়ে যাবে ধুলি!
দেখছি মানুষের বেশে –
হলাহল নিয়ে মুখে তুমি ফেরো বারবার, শঙ্খচূড়ের বিষে...
ছিঁড়ে খুঁড়ে যাক সীমানার কাপড়, উড়িয়ে দেই আকাশে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।