আমি ও সে
- আরিফুল হক - অপ্রকাশিত
পাখিরও একচক্ষু হয় হে বিধাতা? আমি জানিনি এমন,
আমাকে বলে গিয়েছিলো অনেক আগের ভ্রান্ত পুস্তকের সমাবেশ!
কালো জলের উপমা দিতে গিয়ে কাকের চোখের কি নিদারুন টানাটানি
সে যদি জানতে!
তবে তো আর তুমি হতে না মানুষ!
এক ঠেংগে তালগাছের কত কানাকানি উদলা আকাশের গায়ে!
ভেবেছিলাম আগে! বুঝিনি হে,বুঝিনি! আকাশের শেষ হয়না!
যেমন হয়না বাতাসের ফিসফিসানি বন্ধ!
কি এক অস্থির প্রয়োগে আমার ভেতরে পুঁতে রাখা অবিশ্বাস
আমাকে ঠিকি অন্য দিকে নিয়ে গেছে সেই কবে!
এখন কি হবে!?
হঠাত করে যাইনি কখনো কোন নিঃসঙ্গ ইস্টিশনের
একাকী বেঞ্চের বুকে অপেক্ষাও কেউ করেনি-
অথচ আমি চেয়েছিলাম কেউ থাকুক!
তুমি কি জানো বিধাতা, কোথায় কোন আবিষ্কারে-
প্রেমের বীজ হয়েছিলো বপন আমার বাম অলিন্দে!
-তোমারও জানা নেই আমি জানি-
অথবা জেনে তুমি খেলছো আমাকে নিয়ে,
আজ অবিশ্বাসের দর্শন ভুল পথে হাটে!
পথঘাট সব ভেসে যায় বরষায় বিদ্যুতে!
কোন ইদ্দত কালশেষে বিরহের হয় ফেরা!
কেউ দেয়নি জানিয়ে-
তুমি শুনেছো বিধাতা! হয়তো শোননি, বাজে মরনের বাঁশি!
বারেবারে বলি, ইচ্ছে হলে শোন, তোমায় ঠিকি ভালবাসি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।