মাতাল
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি ঠিক বাঁচার মতই বেঁচে আছি, উন্নাসিক মদ্যপ!
পা টলেনা, টলছে আমার পৃথিবী,
বেহুলার যুগ আর নেই জানি, তবু ভাবি কেউ একজন
আলুথালু বেশে- অথবা কিন্নরী আবেশে আমাকে ছুঁয়ে রাখুক
মরনের যাত্রায়!
কদলী কান্ডের ভেলায় হোক অপরিনত বাসর আমার!
আমি মদ্যপ হয়েই বেশ আছি!
-মাথার ভেতরে মিয়া কি টোড়ি নিয়ে বেশ গুন গুনিয়ে
বলতে পারি ভালবাসি!
-ভালবাসি শহর!-
-শহরের কাদাঘোলা রাস্তা-
ভালবাসি শহরের সব কুষ্ঠরোগীদের-
শ্বেত বসন্তের প্রেমিকাদেরও ভালবাসি!
আমি এক মদ্যপ প্রেমিক- ঘুর্নিবাতাস লাগেনা আকাশ হতে এলোমেলো-
-সবকিছুই ঘোরালো অস্থির!
স্বাতী-
আজ বসন্তের শেষ! মাতাল বৈষ্ণবের মত
অথবা গেজেল বাউল- সবকিছু করে ভুল আমিও
টলোমলো পায়ে তোমার কাছে এলাম,
বেহুলা নয় নাই হলে- স্বাতীর মতই হও একবার-
মহাকাশের উজ্জ্বল অংশের সাক্ষী- আমার ঢুলন্ত চোখে
ঘুরছে বিশ্বাসের হাতছানি! আমি আসলেই-
বাঁচার মত করে বেঁচে আছি- পারলে দেখে যাও করে চুরি!
মদ্যপ আমি-
বেসামাল হাতেও ঠিক তুলে এনে দেবো একগুচ্ছ –
সদ্য়ফোঁটা কাঠগোলাপের কুঁড়ি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।