মাদল
- আরিফুল হক - অপ্রকাশিত

দারুন হল, বললেও ভাল!এইভাবেই দিন যায় ভাল?
রাত্রি নামে কালো,
অন্ধকারে তোমার আমার হাতে, ইচ্ছেরা সব মুখলুকিয়ে হাসে,
জ্বালবে কখন আলো?

শুনেছো তো, ওদিকটাতে যেতে বারন! যেওনা একেবারেই,
হ্যাংলাগুলো সব হ্যা হ্যা করে হেসে,
নেবে টেনে, সুখের জীবন, দাঁতগুলো সব কেলিয়ে!
হ্যাংলাগুলো যে ভীষন একপেশে!

নাগরিকেরা দল বেঁধেছে, কাজই হয়েছে একটা,
মোমগুলো সব বিকোচ্ছে খুব! স্যাঁতস্যাঁতে হয় রাস্তা,
কালো কালো শয়তানেরা, যায় না মরে, এতো মারের পরেও,
মাদল গুলোর দ্রিমদ্রিমাদিম শুনতে নাকি সস্তা!

দারুন হল, কি যায় বল? তোমার আমার?
খ্যাংরাকাঠি জিড়জিড়ে হাড় বজ্জাতের দল,
কাঁদছে নাহয়, কাঁপছে নাহয়!
মরবে না হয় কেবল!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।