প্রান্তর
- আরিফুল হক - যুক্তাঞ্জলি
আমরা কথা বলিনা, বলে প্রহর, নিভৃতে,
চারিদিকে হাহাকার মেশানো অবাক বিশালতা, জারুল গাছের দল
কেমন বেগুনী রঙ্গে নাচে, মরন তুষ্টিতে,
এসো দ্বাড়াবে এসো, হোক কথপোকথন, বৃষ্টির ঝাপটা প্রবল!
চারিদিকে দেখো, সবাই কেমন আড়ালে লুকায়, কাঁদে
খাঁদের কিনারে খাঁদের বসবাস, পিছলে যেওনা যেন, আমি কেমন অবসাদ!
শক্তিতো সেই কবেই পড়েছে ধরা তোমার ফাঁদে,
যদি তুমি দাও, দিতে পারো আমায় অপবাদ!
কথা নেই, হাসি নেই, অকাট মুর্খ এই চরাচর, হাসে!
আমাদের ভিজে যাওয়া জীবন, শরীরে ক্লান্ত বিষের প্রহার!
সুর্য নেই, দ্বিপ্রহর ঝলসায় না প্রভাসে!
এসো, মিশে যাই কালোতেই আবার!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।