হঠাৎ দেখা!
- আরিফুল হক - অপ্রকাশিত
সাদা মাফলারে দারুন লাগে তোমায়! নিয়ে যেও!
ভুলে যেওনা, অশোকের বনে শীত নাচন আজ,
চাদরের আদর বুকে তুলে নিও! যেওনা!
থাকোনা আর একটু , কি কাজ?
লালমাটির দেশে আমাকে সেই কবে, ফেলে গিয়েছিলে! লেগেছিলো বেশ জানো? ক্ষতে লাগেনি ওষুধের দাগ,
খুঁজে গেলে সারাজীবন ফুলে ফুলে রেণু পরাগ!
শেষে আমিও নাহয় ভুলেছিলাম খেলাচ্ছলে!
পড়েছিলাম জতুগৃহ! তার ভুত হয়ে ফেরা,
তুমি আমি এখানে পাগলের পারা!
শিকড় থেকে বিষের মত শ্বাস! কালো ?
সেতো অন্ধকারের আলো!
সাদা মাফলার যেওনা ভুলে, আমিও ভুলিনি চাদর!
শীতে ঠোঁট ফাটেনা আর?
এমন কপাল আমার ছুঁয়ে দেয়া যায় কি আবার?
এমন করে কেন বুকের ভেতর!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।