কনকলতা
- আরিফুল হক - যুক্তাঞ্জলি
জ্বলজ্যান্ত দুঃখ বিলাপ, শঙ্খধ্বনি বাতাসে ছড়ায়,
শবদেহের ছাই ঘুর্নীবায়ুর নুপুর উড়ায়!
মরেছে সে সেই কবে! কনকলতা!
চড়াই উৎরাই দেহের বাঁকে ছিলো ব্যাকুলতা!
চন্দনকাঠের চিড় ধরে গেছে, আগুনের ভালবাসা!
কনকলতা! ছিলো অনেক আশা!
শঙ্খধ্বনি বাতাসে তোমায় কাঁদিয়ে দিয়ে গেছে!
এমনদিনে তুমি ফিরে যাও পাছে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।