তুই হাসলে
- আরিফুল হক - অপ্রকাশিত
সপ্তর্ষিমণ্ডল আজ ধ্যানস্থ থাকেনি, অবাক হয়ে দেখেছে তোকে! আজ তোর মন খারাপ!
শহরের দেবদারু গাছ গুলো দেখিস ঠিকি এক ঠেংগে নাচ দেখাবে, যদি একটু হাসিস! হাসি কি পাপ!
দূরে সাইরেন বাজিয়ে চলে যাবে শহর রক্ষাকারীদল
তোর সন্মানে! হেসে যদি দিস তুই!
আয় পাশাপাশি দুজনে শুই,
উপরে তারাদের দল তরিঘড়ি ছুটে ফিরবে,
আমাদের এই ভুমঞ্চের আলোকসজ্জ্বা!
নয় হাসির অভিনয়ই হলো!
তবু এমন চোখ ছলোছলো!
হেসে দেখিস-
পলাশ গাছের মুখ ফিরে যাবে লজ্জ্বায়, শিমুল ফুলের বুকে
টিয়েদের খুন হয়ে যাওয়া প্রেম যাবে থেমে! দেখে তোকে!
স্বাতী,
হাসির দিন হয়নি মৃত, মৌনতা এক ছন্নছাড়া ব্রত!
যাজকেরা যাবে মন্ত্র ভুলে, হেসে দেখ মুখ তুলে!
তুই হেসে দিলে, সারা ধরনী দৌড়ে আমিও দেখিস,
ফিরবো, হাতে কাঠগোলাপ, পারলে তুলে রাখিস!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।