বেশরম
- আরিফুল হক - অপ্রকাশিত
মেয়ে, লাজ লুকালে লাজের ঘোমটা
একটু করে বেশি টেনো, মুখ দিও না ঝামটা!
আমলাতান্ত্রিক জটিলতা প্রেমের মাঝে যায়না,
বিষ খেয়েছো! বিষের জ্বালায় এই জীবন যায়না!
করিডোরে দেখা হলেই মুখ ফিরিয়ে, মুখ বাকিয়ে
চোখের পানে ভ্রুকুটিতে, রাগের এমন সং সাজিয়ে
উলটো ঘুরে কেন চলে যাও?
ঝটকা দিয়ে তীর ছুড়ে দাও!
চোখের এমন বায়না??
একেবারেই মানায়না!
মেয়ে, ছুয়ে দেখো, ধমনীতে ধকধকিয়ে তপ্ত জ্বরে
আশার আলো কেমন করে গাইছে সুরে!
তোমার কানে যায়না??
এটা মোটেও যায়না!
মেয়ে, তারপরেও রাস্তা ধরে,
তোমার পিছন পথের পরে,
আমার হতাশ আশ্বাসেরা একেবারেই
হতাশ তবু হয়না!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।