অন্তিম সময়!
- আরিফুল হক - অপ্রকাশিত

অবশেষে উচ্ছন্নে যাওয়া আমি ফিরে এলাম,
এবেলা রোদের প্রলেপ তেমন ঝাঁঝালো নয়, তবু পুড়ে
যাওয়ার তপ্ত অতৃপ্তি পোড়ায় এই দেহ!
অদ্ভুত নিরাশায় কেমন যেন করে ওঠে আত্মা, বুক ছাপিয়ে ফেনিয়ে
ওঠে দীর্ঘশ্বাসের জলজ ঢেউ!
অন্তরাত্মা কেঁপে কেঁপে ওঠে বেতস লতার মত,
পরগাছা জীবন খুজে বেড়ায় মহীরুহ,
ব্যর্থ !
ব্যর্থ এই ফিরে আসা, অন্তিম সময়ে,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।