এবারের মত!
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি মদ্যপ তবু মাতাল হতে এখনো অনেক বাকি!
নেশার রঙ্গিন চাদর তোমাকে রাখে ঢেকে, অনাবশ্যক সব ভালবাসা;
ঢেউএর মত তোমার যাওয়া আসা, ফেনিল বুদ্বুদ তোমার প্রেম!
এখন আশা, সাঙ্গ হবে কোনদিন তোমার সাথে খেলা পাশা-
এই জনমের মত!
আমাদের বিশ্রম্ভালাপ নাহয় এখানেই হোক শেষ,
যতই কাটুক ধীরলয়ের প্রহর!
তিন তালে বাঁধা আমাদের সময়- শেষ হোক
এই জনমের মত!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।