সঙ্গম!
- আরিফুল হক - অপ্রকাশিত

ঝমঝম ঝমঝম বর্ষা ঝঙ্কারে বাজে বিদ্যুৎ মেঘে,
জাগে মন চঞ্চল উন্মুখ তোমার দেহের বাঁকে
আনন্দ আনন্দ বানে কালো সন্ধ্যা নাচে, ছন্দে ছন্দে
কাঁপে স্পর্শ !
উত্তাল তালে বেতালে বেসুরো ঠোঁটে কাঁপন
মন্দ্র গম্ভীর মাদকতা তরল ঝাঁঝের বিষে,
চড়াই উতরাই বেয়ে আঙ্গুল ঘামে, চোখের
পল্লব ভিজে অশনি সঙ্কেত জাগে,
কাঁপে মর্ত!
এতকাল অপেক্ষা শুধু শেষ হয় তবু হয়না
দহন শেষ! পুড়ে পুড়ে একাকার তোমার আমার দেহ,
বাজে বিদ্যুৎ, নাচে সন্ধ্যা ঝমঝম ঝমাঝম
আভরণ আবরনহীন দেহের দামামা তালে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।