ক্লান্তি!
- আরিফুল হক - অপ্রকাশিত

ক্লান্ত? সে তুমি হতেই পার, ঘাম লবণাক্ততায়!
মুখোশ বিহীন ছদ্দবেশী তুমি,
ছদ্দনামেই জীবন চলে,
হাসতে গেলেই ঠোঁট ফেটে যায়, মন খারাপের শুষ্কতায় !
বড় ক্লান্ত তুমি?
পা চলেনা, টেনেই চল,আঁকড়ে ধরে বাঁকা হাসির
মূর্খতায়!
ক্লান্ত তুমি, ক্লান্তির টুকুর তীব্রতায়!
সমান্তরাল জীবন চলে ছায়াছবির দ্রুত লয়,
তাতে কার কি যায়?
ক্লান্ত তুমি, ক্লান্ত আমি
ক্লান্ত তোমার ধৃষ্টতায়,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।