এইবেলা আমাদের কালবেলা খেলা করে......
- আরিফুল হক - অপ্রকাশিত

ওখানে যেতে নেই, যেতে হয় না,
তোমার আমার দিন এই ফুরালো বলে!
পায়ের কব্জি ডুবিয়ে দিয়ে হাত মেপে চল,
পায়ের নিচে আঠালো লাল মাটি! দুপাশে
ঢাল বেয়ে নেমে যাওয়া লম্বা ঘাসের খুনসুটি,
আপনি থেকেই চোখ আসে বুজে, উপরে তাকিও না,
আকাশ ঝুকে আছে!
নিচের লাল মাটি হয়ে যায় লালচে,হয়ে যায় ধুসর,
বড় কঠিন!
খুনসুটি ছেড়ে নেতিয়ে পড়ে ঘাসের দল,শুকিয়ে যায়,
বড় বেশি মৃত্যু! ঘাসের দল মরে যায়!
পোড়ামাটির চারকোণা আবাস গুলো বড় হয়ে যায়,
এগিয়ে আসে বড় দ্রুত!
তবু বলি,ওখানে যেওনা! ওখানে কেঊ নেই!
প্রজনন,জন্ম,সাদা কাপড়ে লেপটে থাকা নিথর
এখানে যেমন আছে,আছে ওখানেও,
শুধু নেই ঘাসের দল,নেই খুনসুটি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৪-২০১৭ ১১:২৯ মিঃ

চমৎকার লেখনি।।।বাহ