না মানুক হার সব সর্বহারার দল
- আরিফুল হক - অপ্রকাশিত
পিশাচের দল হাল ছাড়েনি,হালখানি শক্ত করেই ধরা,
রাত্রি নামে দ্রুতলয়ে সন্ধ্যে হলো মুখ লুকিয়ে সারা!
আমার দিনের প্রান্ত শেষে তোমার দিনের শুরুর সময়
অন্ধকারের কিলবিলানো হাতগুলো যে জাগাচ্ছে ভয়!
ভয় পেয়োনা, বুকের ভেতর চাপা আগুন উপচে পড়ুক
ভয়ের দিন আর নেই, ভুক চিতিয়ে ইচ্ছেমত সবাই লড়ুক!
এখান থেকেই যাচ্ছে সবাই, হতাশ হয়ে, কান্না নিয়ে অবহেলায়
এখান থেকেই সর্বহারার যুদ্ধে যাবার দিন শুরু হয়! অবলীলায়,
কান্না গুলো উলটে দিয়ো, বিদ্রুপেরা বাঁধুক বাসা, শক্ত করে
হাসতে থাকো, হাসতে থাকো, ভয় পেয়ে যাক মরন ঘুরে!
পিশাচের দল হাল না ছাড়ুক, তাতে তোমার বয়েই গেছে
পিশাচের দল, পারলে দেখা, শক্তি আমার ঠিকি আছে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।