আমি চাই
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি আর একবার তোমাতে হারাই?
একটু একটু করে নয়, বানের জলে যেমন ভেসে যায় গৃহ,
তেমনি করে-
এমন নয় যে, আঁধারে জ্বোনাকির দল- কাঁচের আধারে নরম আলোর খেলা, আমি চাই গনগনে আগুনের মত প্রেম!
হাত ছুঁয়েও না ছোঁয়ার ভানে নয়, রেডিয়াস আর আলনা ভেঙ্গে ফেলার উপক্রম- এমন শক্তিতে ধরে রেখে হাত!
ফুরাতে চাই প্রভাত!
আমি শরতের শিউলী না- চাই ধুতরা ফুলের মত এলিয়ে দেবার মত বেহুশ ভালবাসা!
হায়! এখানেই যে নেই আশা!
আমি হারিকেনের ভেতরে সামাল দেয়া ট্রলারে দাঁড়িয়ে তোমাকে চাই! কেড়ে নিতে ঠোঁটের সব টুকু রঙ!
সমুদ্রের আগ্রাসী জলোহাওয়া যাতে পায় লজ্জ্বা!
তোমার বিষ হোক কোরাল সাপের মত মরনবান!
আমি বিষেই বেঁচে যাই!
আমি নরম রুমালে তোমায় চাইনা!
চাইনা তোমায় বৈশাখের কাঠগোলাপের মালায়!
আমি হোঁচট খেয়ে নখ উপড়ে পড়া গলগলে রক্তে তোমায় চাই! একবার হারাতে দাওনা! কি এমন ক্ষতি!
হয় এভাবে এসো নয় চুলোয় যাক তোমার কুসুম প্রেমের কাহিনী, শাপলা দেখে হন্যে হয়ে কমল আমি খুজবোনা!
হয় এভাবেই ভালোবাসো-
নয় আমার পথ ছাড়ো! আমার পথ ছাড়ো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।