বোকাদের দলেই যাবো
- আরিফুল হক - অপ্রকাশিত

অথবা আমি দেখো বোকাদের দলে থেকে যাবো,
দলে দলে নিশ্চয়ই অবলীলায় আত্মাহুতি দেবো,
পারবেনা কেড়ে নিতে আমার অনেক কষ্টে-
গড়া মনন,যতই চাও বেঁধে রাখতে আষ্টেপৃষ্ঠে!

আমার মগজ কাগজের বাঘের পরিনাম দেখে
করে বিদ্রুপ, হাতে করাত তৈরী হয়েছে শাঁখে!
শুনেও শোননা এমন চিৎকারে আর কি লাভ
আমিও দেখো এখন ঠিক হয়ে যাবো অমিতাভ!

আমি ঠিক বোকাদের দলেই ভালো আছি!
চাইনি হও তুমি আমার পরাক্রান্ত এক অছি!
আমি ভালোবাসার ভেতরে থাকতে চাই শেষে,
তুমি বাঁকা হাসি হাসো,ভুলে যাবো অবশেষে!

তুমিতো জাননা আমি জানি, প্রয়োজন নেই তোমায়
ইচ্ছে মত থাকো তুমি, বেলাশেষ, এখন নেই সময়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।