ক্ষত
- আরিফুল হক - অপ্রকাশিত
সাত দশক আগের দেয়া দাগের ক্ষত,
শুকানোর আগে ঠিক বাড়ে অবিরত,
লক্ষ মানুষের প্রেতাত্মারা বুঝি কাঁদে,
মাটির বিরহে, পড়েছিল তারা ফাঁদে!
তেমনি ফাঁদে আমিও পড়েছি হে মহাকাল,
দেখেছি আমি প্রান ঝরে পড়া সেই আকাল!
বুভুক্ষ এ শরীর হাহাকারে আঁকড়ে থাকে-
বুকে আঁকা র্যাডক্লিফের রেখার বাঁকে!
পাঞ্জাব থেকে পাহাড়ি চাটগাঁ, দেখেনি সে,
সে দেখেনি মানুষের ঢল ব্যাকুল পিয়াসে,
ফিরে ফিরে চায়, পেছনে রেখে জীবন!
ফেরেনি তারা, টেনে নিয়ে গেছে মরন!
মুক্তি দেয়নি আজো,মানুষের কথা মানুষ রাখেনি
আমার বুকে আঁচড়,মুক হয়ে আমি কথা বলিনি,
ভালোবাসেনি আজও,আগলে রেখেছি কতকাল
আমার কাছে আজও আসেনি,দেয়নি কেউ সামাল!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।