আজকে কি সে
- আরিফুল হক - অপ্রকাশিত
আজকে তার মন খারাপ? অথবা কি গেছে ভুলে!
সকাল থেকেই আসি আসি বৃষ্টি, আসেনি-
অথচ মেঘের দল ভুলে গেছে হাসতে!
কাজল পরেনি তার দুচোখে! রাতজাগা ক্লান্তির দাগ!
আমি কাজল খুঁজতে গিয়ে পেলাম অজস্র অশ্রুপরাগ!
আজকে তার দিন ভালো? তবে মুখটি কেনো কালো?
সকাল থেকেই বাসের ভেতরে ঘামের গন্ধের লড়াই,
তাকে ভেবেই পেরিয়েছি সে উৎরাই!
ভাবতে গিয়ে তাকে-
আমার দেহের চিৎকার, পাঁজরের ভেতরে দ্রিমদিমাদিম,
নিঃশ্বাসে জাগে জীবন, সে সময় তাকেই ভালবাসি অসীম!
আজকে তাকে ছুঁতে নেই? আমি কি এতোই বেসামাল!
আমার এমন হাল, ছেঁড়া স্যান্ডেলের ফিতে হয়নি জোড়া,
পকেটের ভেতর কাঙ্গালি ধাতব টাকা, জটা পরে গেছে প্রেম!
তবু ছুঁয়েছি তাকে, বিমূর্ত তার অহম!
বেশুমার হোঁচট খেয়ে, অবশেষে ভুল করে তার দুয়ারে,
ফিরে গিয়েছি; হাত থেমেছে কড়া নাড়ার ভুলে!
আজকে সে টেনে নেবে?
তার বন্ধ দরজা খুলে দেবে! অথবা, আজ দুপুরের পরেই
আমি নাহয় সরে গেলাম একটু দূরেই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।