অবিশ্বাসের অভিশাপ
- আরিফুল হক - অপ্রকাশিত
আমার ভেতরের অবিশ্বাস,তোমারই দেয়া অভিশাপ!
ভেতরে যে কামের বাস,-
অহর্নিশি হয়ে বাস্তুসাপ!
-রিপু আবার কয় রূপের হয়! -
ধরন ধারন তার একি রকম-
বয়ে বয়ে ক্লান্ত আমি, বাম অলিন্দে বড় জখম!
খুন হয়েছি, শাস্তি পাবে!
পেনাল কোডের তিনশত দুই ধারায়!
আমার ভেতর আমিই নাচি! উদয়শংকর হইনিতো!
তোমার কাছে থাক অভিশাপ,
বিশ্বাস আমার অবিশ্বাসের নটনৃত্য!
শান্ত হব, ইচ্ছে না হয়! তুমি এমন অশান্ত!
কড়া পরে হাতে দেখো,
পারলে একটু ছুঁয়ে থাকো,
ধিক ধরে যায়, করোনা আর শাপান্ত!
তোমার দেয়া অভিশাপ, হাসতে থাকুক, হয়ে
আমার মাঝে বাস্তুসাপ!
দায় কি আমার, গেলেই নাহয়, কিছুই যে
নেই যায় আসার!
পরলে পরে ফিরে এসো, অবিশ্বাস পুড়িয়ে
হেসো!
তখন জানবে! তখন জানবে-
আমি কার!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।