দোহাই
- আরিফুল হক - অপ্রকাশিত

সবাই দেয় দোহাই, তোমাকে চায়!
ফিরে এসো!এমনটি করা কি মানায়?
দেখ পথের ধারে কৃষ্ণচূড়ার রঙ,
তুমি আসবে তাই, নতুন নাচের ঢং!
এধারে আমার পথের হয়না শেষ,
আবেশে তোমার স্বপ্নের দিনের বেশ!
সাথে নিয়ে চলি, একা একা কথা বলি,
অনেক আগে দেখা তুমি কেমনে ভুলি!

ফেরার দোহাই দেই আমিও, জানোনা?
আমার দোহাই ক্ষনে ক্ষনে কি শোননা!
দেখেছো আমি সাজিয়ে রেখেছি তোরণ,
জেনে গিয়েছি, কখনো হবেনা বরন,
ফেরানো যাবেনা তোমায়, আশা বৃথাই!
আমিও দেবোনা আর তোমারে দোহাই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।