মরে গেছি
- আরিফুল হক - অপ্রকাশিত

ঝাঁকে ঝাঁকে লক্ষীপ্যাঁচার দল আজ বাসা বেঁধেছে
আমার জানালার পাশের গাছে!
অনেক আশা ছিলো তাদের সাথে গান গাই!
গুনগুনিয়ে! হয়নি গাওয়া আর!
ওপার থেকে মধ্যদুপুরে ডাক দিয়ে যায় চাঁছাছোলা চিলের দল!
পান করেছি কি যেন এক হলাহল!
আজ আমি মৃত! বিস্তৃত হয়েছি রাহুর গায়ে!
ছোঁ দিয়ে নিয়ে চলে গেছে আমার আত্মা!
তোমাদের সাথে কথা হয় কতদিন! ফিরে এসো
মৃত আত্মার দল! আজ আমার রাগ ভৈরবীর জলসা ঘরে!
মাছি করে ভনভন আমার গায়ে পচা মাংসের টাল!
দিয়েছিলাম সামাল, ভেঙ্গে যাওয়া কালের মাস্তুল
জোড়া দিতে পারিনি এখনো!
তোমরা বলে যেয়ো পারিনি কেন!
আমার গোরের গায়ে আহত সব কিলবিলে পোকাদের মিছিল,
অবশেষে তাদের খাদ্যের বড়াই!
চিলেরও সাক্ষী চাই, ছিনিয়ে নেবার সময়!
ইনিয়ে বিনিয়ে মরাকান্নার দিনে, আমার সফেদ কাপড়
তোমাদের বুকের ভেতরের হাপর!
ফিরে এসো মৃত আত্মারা!
তোমাদের জন্যে ভেবেভেবে এই ক্ষন হলো সারা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।