থাক সব পড়ে
- আরিফুল হক - অপ্রকাশিত
আহা এমনো দিনে, একটু একাকী সময়
বড় মনে চায়!
রাস্তার দুধারে যেমন একাকী গাছের দল!
উপুরমুখি আকাশে একেলাই কথা কয়!
আহা এমনো ক্ষনে, ইচ্ছে হয় একাকী
পালিয়ে যাই!
ফসলের ক্ষেতে থাকুক পড়ে! উদলা ঘামে
থাকুক শুয়ে, পাহাড়ে গিয়ে লুকাই!
পড়ে থাকুক আমার জন্মভুমি, আমার নোনা ধরা
বিকেলের সৈকত!
পড়ে থাকুক হাজার কপতী আর কপত!
ভালো লাগেনা এই দৈরথ!
ছিড়ে যাক আমার আলগা করে রাখা বন্ধন!
নিভে যাক বুকের ভেতরের চাপা ইন্ধন!
এমনো প্রহরে একাকী ক্ষত শুকাই!
সে নাহয় হলে তুমি কোপাই!
উড়ে চলে যাক আমার স্বপ্নের ডাহুক,
তার সরু পায়ে বেঁধে নিয়ে ভবিষ্যৎ,
আমার অতীত পড়ে থাকুক! এমনো কালে
না হয় একাকী ফুরিয়ে যাই!
আমার ইচ্ছে হয়না কপট হাসি,
ইচ্ছে হয়না ভালোবাসি!
মনে চায়না বরষা রাতে শরীরের আকুলতা!
এমনো রাতে, না হয় ঘুমিয়েই যাই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।