কিছুই হলোনা
- আরিফুল হক - অপ্রকাশিত

আরো একটা দিনের পতন, স্বাতী!
আবারো কোন নক্ষত্র হয়তো হারালো জ্যোতি!
অশ্বমুখি নীহারিকা আরো একদিন ছুটে চলে
মহাবিশ্বটাও ছড়ায় সময় ভুলে!
স্বাতী!
জনম গেলো আরো একটু ছোট হওয়া,
আমার সয়না এমন চলে যাওয়া!
আরো কিছু বরফ গলে গেলো দক্ষিন মেরুর!
হাজার হাজার উল্কা আরো একদিন আছড়ে পড়েছে
বায়ুমন্ডলে, পাতা ঝরে যায় লক্ষ তরুর!
অথচ স্বাতী!
আমার হয়না কেন? এ কেমন রীতি?
আমার ভালোবাসা হয়না,
ক্ষত যা আছে! একেবারেই ঘুমায়না!
আমার কিছুই হলোনা!
হইনি আমি মরু পথযাত্রী যে মক্কার দিকে ধায়!
হইনি আমি নাবিক, মুক্তোর আশায়!
হওয়া হলোনা স্তেপের কসাক!
কৃষানীর চোখে চেয়ে যে নির্বাক!
স্বাতী!
আমার কিছুই হবেনা! যেমন সাইক্লোনের হয়!
জনপদ দেখ কিভাবে গুড়িয়ে যায়!
হবেনা, রাগ মেঘমল্লার গাওয়া!
সরোদ ছোঁওয়া!
স্বাতী!
তুমি নক্ষত্র হয়ে ভালোই আছো!
ধেয়ে যাওয়ার আশা নিয়ে বাঁচো!
আমি কি নিয়ে বাঁচি বলতে পারো??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।