আনন্দ অথবা বিষন্নতার গান
- আরিফুল হক - অপ্রকাশিত

আজ শুধু বাউকুড়ানির সাথেই থাকবো আমি, মেহগনির পাতার মত উল্লাসে ঘুরে বেড়াবো ধুলিময় সংসারে, তুমি এসেছিলে তাই,
প্রতিক্ষার নৌকার গুন টেনে টেনে, কাঁধে পড়েছে কড়া! ছাই!
তখনো দূরে কাদাখোঁচা পাখির দল, হাতরে ফিরেছে বিতর্কের শামুকের গুলি!
আমি খুলেই বলি! -
শোন-
আজ শুধু লালমাটির টেনে চলা পথ দেবো পাড়ি, নিঃসঙ্গ পাকুড়
যেন আমাকে বুকে টেনে নেয়! আনন্দেরও বিষন্নতায় হয় মিছিল,
আমাদের পিছলে যাওয়া পথ আগেই গিয়েছে বজ্রবিদ্যুতের শহর!
কোনকালেই তুমি ছিলেনা আমাদের, ফুরিয়ে যাওয়া তহসীল!
তহসিলদার! বুকের ভেতর তোমার খাঞ্জাজির রত্নের শেষ কোথায়?
একখানি রক্তকাঞ্চন মনির শেষ রতিটুকু কে যেন নিয়ে পালায়!
আজ শুধু উল্লাসের দিন! শেষ আকাশের আবছা ঘ্রানের আলো
একবারও কি পারোনা? একবার বাসতে আমায় ভালো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।