উল্টোযাত্রা
- আরিফুল হক - অপ্রকাশিত

সে আমাকে বলেছিলো কোন
এক কাল অমাবস্যার রাতে ডাকিনী যোগীনীর বেশে
ভালবেসে অবশেষে,
জড়াবে গলায় আমার, মরনের অহংকার!
আমিও বিশ্বাসের জোর খোয়াইনি, অবহেলায়
ছুঁড়ে ফেলেদিয়েছি পুর্নিমার রাতের শিউলীমালা!
শুধু একবার জুড়াবো জ্বালা!
সে আমাকে ডেকেছিলো চুপিচুপি,
কোন এক ভরা বানের দিনে, মাটির হাঁড়ি গলে যাওয়া
উঠানে! কেঁপে ওঠে প্রবল দমকা হাওয়া!
শ্বাস ভরবে হৃদয়ে আমার!
আমিও উন্নাসিক ভ্রূক্ষেপে ভুলে গিয়েছিলাম পাহাড়ি নদীর
আদর, ভুলেছিলাম ফুলতোলা চাদর!
সে আমাকে নিয়েছিলো ছিঁড়ে, যেমনে ছিঁড়ে নিয়ে যায়
নাড়ী ছেঁড়া ধন! পৃথিবী নতুন দেখায়!
অবলীলায়!
আমিও তেমন ছিঁড়েছি প্রতিজ্ঞা, করেছি প্রানের ভুল!
ফিরে দেখিনি কে কেঁদেছে হয়ে আকুল!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।