জলসাঘর
- আরিফুল হক - অপ্রকাশিত

আমার ভেতরে তিনটি পরতের পর
জমে উঠেছিলো তোমার জলসাঘর,
কোমল বেহাগ বড় নিত্য নতুন আশায়
তোমার আমার বাসর খানি সাজায়,

এসেছিলাম বসেছিলাম পাশে
একটি নতুন রঙিন দিনের আশে!
অথচ-
নূপুর নিক্কন ভুলেছিলে তুমি
জানলেনা কেমন তোমার আমি!

জানলেনা কেমন করে ভাবি!
আমার ভেতর একলা তোমার ছবি!

ভুল করেছো? মাশুল তো দেবেই
হাত ছেড়োনা, ধরেছো সেই কবেই!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।