আমি নাহয়!
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি নাহয় কবিই হলাম,
হাতে লাগেনি রক্ত, অথবা কারো ছুঁড়ে দেয়া
অভিশাপ,থৈ না পাওয়া দীর্ঘশ্বাস-
গায়ে লাগেনি!
আমার কলমের খোঁচায় লোপাট হয়না
অন্যকারো স্বাচ্ছন্দ!
আমি নাহয় হলাম গর্ধব,
লাল রঙের মুলা দেখে এগোই
দুরত্ব ছুটি নিয়েছে তোমাদের আমার পিঠে!
আমি কারো বাগান করিনা তছনছ!
আমি নাহয় মাছারাঙ্গাই হব,
আমার রঙিন ডানায় করি ভর,
তিতে পুঁটির দিনগুলো বড় সপাটে বিলীন!
তোমাদের চোখের আরাম!
আমি নাহয় সর্ষে দানাই হলাম,
ক্ষতি কি? আমার ভেতরেই ভুত!
ঘানি ঘরে আমার পিষে যাওয়া,
গায়ে মেখে দিও শান্ত পুকুরে ডুব!
আমি নাহয় কবিই হব,
রাতের বেলার সাথী, বেহাত হয়ে যাক সব
অক্ষর! হয়ত কাকের গলাতেই
ঘুমিয়ে যাবো,
কিন্নরীর আর প্রয়োজন কি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।